ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সম্পত্তির ছবি তুলতে গিয়ে হামলার শিকার যুবক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৭:১৮ পিএম
হামলার শিকার যুবক তানভীর আহম্মেদ। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে মোবাইলে নিজস্ব পৈত্রিক সম্পত্তির ছবি তুলতে গিয়ে তানভীর আহম্মেদ (২১) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে থানার সন্নিকটে সুন্দরপুর গ্রামের নিজের জমিতে এ ঘটনা ঘটে। তানভীর চলতি বছর ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং উচ্চ শিক্ষায় ভর্তির অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, শনিবার সকালে তানভীর ঢাকা বাড়ি যায় এবং মোবাইলে তার পৈত্রিক সম্পত্তির ছবি তুলছিলেন। এ সময় একই গ্রামের শহিদ উল্লাহ (৬০), রাব্বি (৩০), বেলায়েত হোসেন কিরণ (৫৫), ফেরদৌসী বেগম (৫০) ও মানিক (৫০) তার ওপর হামলা চালায়। 

তারা তাকে মারধর করে গুরুতর আহত করে, গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং পরিধেয় কাপড় ছিঁড়ে নগদ টাকা নিয়ে যায় ও হুমকি দেয়। তানভীরের চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘তানভীরের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’