সিলেট শহরতলীর খাদিমপাড়া ও খাদিমনগর এলাকায় ব্যাপক অভিযানে ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। একই সঙ্গে খাস জমিতে নির্মিত প্রায় ৩০টি অবৈধ ভবন উচ্ছেদ করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। অভিযানে জমি দখল, জাল দলিল তৈরি এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি কেনা–বেচার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, খাদিমনগর চা-বাগানের অধীনে থাকা খাস জমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে দখল করে রাখা হয়। অভিযোগ ওঠে—একদল জালিয়াত চক্র ভুয়া দলিল তৈরি করে এসব জমি বিক্রি করছিল এবং বাগান শ্রমিকদের উচ্ছেদও করেছিল।
গ্রেপ্তার তিনজন হলেন—জাল দলিল লেখক শাহজাহান ওমর, চা-বাগানের সাবেক ম্যানেজার ও জালিয়াত চক্রের মূলহোতা মোসাদ্দেক হোসেন কোরেশী এবং জালিয়াত চক্রের আরেক সদস্য মোজাম্মেল হোসেন লিটন (৩৮)। এর মধ্যে লিটনকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে শনিবার আরও দু’জনকে গ্রেপ্তার করে একই মেয়াদের সাজা দেওয়া হয়।
ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘অভিযানে আমরা অস্ত্র, মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ অবৈধ নথিপত্র জব্দ করেছি। খাস জমি কেউ দখল করতে পারবে না—এটা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।’
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার, সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান এবং সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ অংশ নেন।
দীর্ঘদিন পর ভূমিদস্যু ও জালিয়াতদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।



