ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জয়ের খোঁজে সামিত সোম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৩১ পিএম
সামিত সোম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেকের পর চারটি ম্যাচ খেলেছেন সামিত সোম। সিঙ্গাপুর, হংকং (হোম-অ্যাওয়ে) এবং সাম্প্রতিক নেপাল—সব ম্যাচেই জয়ের সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু শেষ মুহূর্তের গোল হজম এবং সুযোগ নষ্টের ধাক্কায় চার ম্যাচেই জয়বঞ্চিত লাল-সবুজ। ডেবিউর পর এখনো জয় না পাওয়ার হতাশা তাই লুকিয়ে রাখেননি এই মিডফিল্ডার।

শনিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারবারই উঠে এসেছে সেই আক্ষেপ—সেই সঙ্গে দারুণ দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও।

সামিত সোম বলেন, আসল ব্যাপার হলো জয়। এখানে আসার পর এখনো জিতিনি—এই অনুভূতিটা আমাকে সবচেয়ে বেশি খুঁচিয়ে দেয়। আমিও খুঁজছি, আমাদের পুরো দল খুঁজছে সেই ম্যাচ, যেটা জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যাবে। সেই মোমেন্টাম পেলেই আমরা আরও ম্যাচ জয় করতে পারব।

সামিত আরও বলেন, শেষ মিনিটে গোল খেয়ে আপনারা কষ্ট পেয়েছেন—আমাদের কষ্ট আরও বেশি। আমরা তো জিততেই চাই। নিজেদের মধ্যে আলোচনা করছি, কীভাবে ওই মুহূর্তগুলো এড়ানো যায়। কিছু সুযোগ আমরা প্রতিপক্ষকে দিয়ে ফেলছি—এগুলো যেন আর না হয়, সেটাই কাজ করছি।

তিনি আরও বলেন, শূন্য থেকে ৯০ মিনিট, অতিরিক্ত সময়—প্রতিটি মুহূর্তে পূর্ণ মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। আমরা আত্মবিশ্বাসী, এবার আর সেই ভুল হবে না।’

এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত। র‌্যাংকিংয়ে এগিয়ে এবং বাংলাদেশ তাদের বিপক্ষে জয়হীন দুই দশকেরও বেশি সময়। কিন্তু ভারতের বিপক্ষেও সুযোগ দেখছেন সামিত।

সমর্থক ও সমালোচকদের চোখে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনেকটাই ব্যর্থ। তবে দলীয় সদস্য হিসেবে কোচের প্রতি পূর্ণ আস্থা রাখতে বললেন সামিত।