ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল-১ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:২৮ পিএম
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীরা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ডসংলগ্ন তিন সড়ক মোহনার আনারস চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে কয়েকটি জেলার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জমায়েত হতে থাকেন। পরে বড় মিছিল শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে অবস্থান নেয়।

এ সময় তারা বিএনপির টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বাসস্ট্যান্ডসংলগ্ন তিন সড়ক মোহনার আনারস চত্বরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান। ছবি- রূপালী বাংলাদেশ

সমাবেশে মোহাম্মদ আলী সমর্থকদের সমন্বয়ক সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, আব্দুল লতিফ পান্না, মনি সরকার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা দাবি করেন, গত ১৭ বছরে মোহাম্মদ আলী অন্তত ১৭টি মামলার আসামি হয়েছেন। তিনবার জেলে গিয়েছেন। দলের জন্য তিনি নিবেদিত এবং এলাকার সন্তান হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে। তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে মাঠে ছিলেন না। তাকে মনোনয়ন দিয়ে এ আসনকে মূলত হারানোর আয়োজন করা হয়েছে।

তারা দাবি করেন, আসনটি পেতে হলে এই মনোনয়ন বাতিল করে পুনরায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দলের প্রতি দীর্ঘদিনের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা হয়েও অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মূল্যায়ন করা হয়নি। মনোনয়ন নিয়ে ‘অবিচার’ করা হয়েছে।

এই অবিচারের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছেন। তাদের দাবি, প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষের দলীয় মনোনয়ন দেওয়া হোক।

বাসস্ট্যান্ডসংলগ্ন তিন সড়ক মোহনার আনারস চত্বরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি- রূপালী বাংলাদেশ

উল্লেখ্য, এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির অপর নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন পেয়েছেন দলের মনোনয়ন। তিনি মূলত টাঙ্গাইল-২ আসনের ভুয়াপুর উপজেলার স্থায়ী বাসিন্দা, বিখ্যাত আফাজ ফকির পরিবারের সদস্য। ১৯৯৬ সালে ওই আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হন। 

২০০১ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মধুপুরের বিএনপির সঙ্গে তিনি যুক্ত হন। সেই থেকে একাধিকবার এই আসনে ধানের শীষে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি ফকির মাহবুব আনাম স্বপন। এবার তিনি তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।