আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য আইপিএল মিনি-নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে খেলোয়াড়দের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হলো আজ।
এই সময়ের মধ্যেই আইপিএলের ইতিহাসে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী ট্রেডিং সম্পন্ন হয়েছে, যা আসন্ন নিলামের আগে দলগুলোর ভারসাম্যে বিশাল পরিবর্তন এনেছে।
এবারের ট্রেডিংয়ের সবচেয়ে বড় চমক হলো রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসনের অদল-বদল। জাদেজা আনুষ্ঠানিকভাবে চেন্নাই সুপার কিংস ছেড়ে ১৪ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে ফিরেছেন।
অন্যদিকে, তার পরিবর্তে ১৮ কোটি রুপির বিনিময়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। জাদেজার সঙ্গে ২.৪ কোটি রুপির স্যাম কারানও ট্রেডিংয়ের মাধ্যমে রাজস্থানে যোগ দিয়েছেন।
অন্যান্য বড় দলবদলগুলোর মধ্যে রয়েছে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। তিনি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে ১০ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যুক্ত হয়েছেন। এই ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের দল বেশ ভারী করেছে।
পেসার শার্দুল ঠাকুর ২ কোটি রুপিতে লখনৌ থেকে আবারও মুম্বাইয়ে ফিরেছেন। একইসঙ্গে ২.৬ কোটি রুপির বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ডও গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইয়ে যোগ দিয়েছেন।


