ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিরোধের জেরে ভাতিজার হাতে ফুপু খুন, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৫০ পিএম
আটঘরিয়া থানা। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফুপু মনোয়ারা খাতুনকে (৭০) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাতিজা আজিম উদ্দিনের (২৭) বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা খাতুন একই এলাকার মৃত আয়নদ্দীন প্রামানিকের স্ত্রী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ফুপু ও ভাতিজার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। হত্যার ঘটনায় নিহতের ছেলে আব্দুল মমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন আব্দুল মমিন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতের দিকে ক্ষিপ্ত হয়ে ওঠে আজিম উদ্দিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তিনি মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অপরদিকে, আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানিয়েছেন, শনিবার পাবনা জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পাবনা শহর এলাকা থেকে অভিযুক্ত আজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।