ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

খাস জমি দখল ও বিক্রির অভিযোগে যুবকের কারাদণ্ড

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৩৩ পিএম
প্রতীকী ছবি

সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় খাস জমি দখল ও ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে মোজ্জামেল হোসেন লিটন (৩৮)-কে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খাদিমপাড়া এলাকার ২ নম্বর রোডে এ দণ্ড প্রদান করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

ইউএনও জানান, দীর্ঘদিন ধরে লিটন প্রভাব খাটিয়ে বাগানের খাস জমি দখল করে আসছিলেন এবং ভুয়া দলিলের মাধ্যমে তা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। একই সঙ্গে বাগানের শ্রমিকদের জায়গা জোরপূর্বক দখল করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিটনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে খাস জমি দখল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।