কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের এক সাথে মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কৈয়ারবিল ইউনিয়নে বড় মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, মোহাম্মদ আবদুল্লাহ (১) ও জোসনা বেগম (৮)। তারা ওই গ্রামের মোঃ ইলিয়াসের সন্তান।
স্থানীয় সূত্র জানা গেছে, সকালে জোসনার ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে সে দেখে চিৎকার দিয়ে (বড় বোন জোসনা) তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেয়। কিন্তু একে অপরের রক্ষা করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের পুকুরে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। এটি একটি দুর্ঘটনা।


