দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় তার স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
ইতোপূর্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আশরাফ ভূইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সিদ্ধান্তের মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক গৃহীত এ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় দপ্তরের সহসম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
-20251204202524.webp)

