ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে স্বামীর ছোড়া পেট্রোলের আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম
নরসিংদী থানা । ছবি- সংগৃহীত

নরসিংদীতে নেশাগ্রস্ত স্বামীর ছোড়া আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন স্ত্রী, দুই সন্তান, শ্যালিকা ও ভাগনে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৩টার দিকে নরসিংদী শহরতলীর সঙ্গীতা এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: অভিযুক্ত ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬), শ্যালিকা সালমা বেগম (৩৪) এবং সালমার ছেলে ফরহাদ (১২)। তাদেরকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপচালক ফরিদ মিয়া নেশাগ্রস্ত এবং দীর্ঘদিন ধরে তার স্ত্রী রিনা বেগমের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এসব কারণে রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি সঙ্গীতা এলাকায় থাকছিলেন।

বুধবার রাত দুইটার দিকে ফরিদ মিয়া ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী, সন্তান ও শ্যালিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর ঘরের দরজায় তালা মেরে পালিয়ে যায়। আগুনে ঘর মুহূর্তেই জ্বলতে থাকলে স্থানীয়রা টিনের বেড়া ভেঙে তাদের উদ্ধার করেন।

দগ্ধ রিনার বাবা মহন মিয়া বলেন, ‘আমার মেয়েকে সে নিয়মিত মারধর করত। নেশার কারণে তার মাথা ঠিক ছিল না। শেষ পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিল। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।’

এ বিষয়ে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে বলা যাচ্ছে না ঘটনাটি দুর্ঘটনা না পরিকল্পিত হামলা-তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’