ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, নারী সদস্যসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৫১ পিএম
আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় সাংবাদিক পরিচয়ে ডাকাতির ঘটনায় এক নারীসহ সাত সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবির (উত্তর) উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন: আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) এবং মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে খুলশী থানার বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের একটি গলিতে এই ডাকাতির ঘটনা ঘটে। সাংবাদিক পরিচয়ে ১০-১২ জনের একটি দল ওই এলাকার এক বাসায় প্রবেশ করে। দুই নারীসহ তারা গৃহকর্তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি চালায়।

এ সময় বাসা থেকে একটি নতুন করোলা ক্রস হাইব্রিড (২০২২ মডেল) গাড়ি, যার মূল্য প্রায় ৪৫ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয় তারা।

ঘটনার পরদিন খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার গোয়েন্দা শাখার এসআই মো. মহিউদ্দিন রাজুকে দেওয়া হয়। পরে ডিবির উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে লুট হওয়া টয়োটা গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত আরেকটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

ডিবি জানায়, এই চক্রের আরও কয়েকজন সদস্য এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।