ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

সিংড়ায় সাংবাদিক সেজে চাঁদাবাজির সময় আটক দুই ভাই

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:০১ এএম
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় আটক দুই ভাই। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ থেকে আসা হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ভাই হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার জেলহাজ্ব প্রাংয়ের ছেলে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনের কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এলএসডি (স্থানীয় সরবরাহ দপ্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।