বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল এই কর্মসূচির নেতৃত্ব দেন।
প্রচারণা কার্যক্রমে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য মোজাম্মেল হক, রেদওয়ানুল হক বাবু, ইউনুস আলী, হারুন অর রশিদ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান কল্লোল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কার্যকর হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।’
তিনি আরও জানান, ‘এই ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার রূপরেখা।’
তিনি নীলফামারীর সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিকে সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।