বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন এবং তার সুস্থতা কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, সদস্য রেদোয়ানুল হক বাবু, মুক্তার হোসেন, শেফাউল জাহাঙ্গীর শেপু, আনিছুর রহমান কোকো, হারুন অর রসিদ, ইউনুস আলী শাহ, আকবর আলি খানসহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।