বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১১:৩৮ এএম

বিদ্যুৎস্পর্শে বাম হাত কাটার পর ডান হাত নিয়েও অনিশ্চয়তায় রাকিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১১:৩৮ এএম

আহত মো. রাকিবুল হাসান

আহত মো. রাকিবুল হাসান

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি মার্কেটের ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন মো. রাকিবুল হাসান (২২)। ঘটনার কয়েকদিন পর চিকিৎসকের পরামর্শে তার বাম হাত কেটে ফেলতে হয়েছে, আর ডান হাতও রয়েছে ঝুঁকির মুখে। শারীরিক এই বিপর্যয়ের ফলে রাকিবের আসন্ন এইচএসসি পরীক্ষা দেওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।               

সোমবার (২৬ মে) চিকিৎসকরা তার বাম হাত অপারেশন করে কেটে ফেলেন।

এর আগে, মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে চরবাটা ইউনিয়নের খাসের হাট এলাকার আমিন সুপার মার্কেটের ছাদে।

রাকিব চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলমগীর সওদাগরের বাড়ির মহিউদ্দিন মিন্টুর ছেলে এবং স্থানীয় সৈকত সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। তার পরীক্ষা শুরু হওয়ার কথা ২৫ জুন থেকে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাকিবুল বন্ধুসহ মার্কেটটির ছাদে অবস্থান করছিলেন। সেখানে একটি ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছাদের এক পাশে খুব কাছ দিয়ে গেছে। অন্ধকারে অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।           

তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং সর্বশেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

রাকিবের বন্ধু ও সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ লাইন থাকার পরও কোনো সতর্কতা চিহ্ন বা ব্যবস্থা ছিল না। আমরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। এখন সে জাতীয় বার্ন ইউনিটে আছে এবং পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছে।

তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন, রাকিবের ডান হাতও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটিও কেটে ফেলতে হতে পারে।

এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, বিষয়টি আমরা জেনেছি। আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। পরিবার যদি অভিযোগ করে, তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, রাকিবের বাম হাত অপারেশন করে কেটে ফেলতে হয়েছে। তবে ডান হাতও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।


 

রূপালী বাংলাদেশ

Link copied!