ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নিয়োগের পাঁচ দিন পর পদত্যাগ প্রক্টর ও ছাত্র উপদেষ্টার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৯:৫১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর ড. মো. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা ড. মো. ইমরান হোসেন পদত্যাগ করেছেন। নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় তারা পদত্যাগ করলেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া চিঠিতে তারা পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট সাবেক প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন পদত্যাগ করেন। এরপর পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ আগস্ট নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা কে। একই সাথে ইন্টারন্যাশনাল কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, পদত্যাগের চিঠিতে তারা ব্যক্তিগত এবং পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগ এর কথা জানিয়েছেন।