ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

পাবনায় ব্যাংক ভাঙচুর, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০১:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার চাটমোহরে ঋণ খেলাপি হওয়ার মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেন পলাতক রয়েছেন।

অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক এবং একই সঙ্গে ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় জেলা যুবদল তদন্ত কমিটি গঠন করেছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা জোনের ডেপুটি ম্যানেজার হেলাল উদ্দিন জানান, ‘২০২১ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গত দুই বছর ধরে তিনি ঋণ সময়মত পরিশোধ করেননি। এরপর তাকে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হয়।’

ঋণ পরিশোধ না করায় তাকে ঋণ খেলাপী হিসেবে বিবেচনা করা হয়। এর পর ব্যাংক কর্তৃপক্ষ ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) লোকমান হোসেন মামলার বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় এসে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অন্যান্য কর্মচারীদের মারধর করেন এবং অফিস ভাঙচুর করেন।

জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা জানান, কোনো ব্যক্তির অপরাধের দায় দল গ্রহণ করবে না। ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনার সঙ্গে যুবদল নেতা জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ উদ্দেশ্যে চাটমোহর উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পদক্ষেপ নেওয়া হবে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় লোকমান হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’