ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উৎসব।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫-এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

অলিম্পিয়াডে বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলাসহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা সুলতানা বলেন, ‘গণিত অলিম্পিয়াডে প্রথমবার এসেছি। গণিত আমার একটি পছন্দের বিষয়। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। এখানে ইউনিক ম্যাথ দেওয়া হয়, যা আমরা সাধারণত করি না। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বোঝা যায় আমাদের সৃজনশীলতা কতটুকু।’

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘গণিত চিন্তার পার্থক্য তৈরি করে। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতি বছর এমন একটি আয়োজন হওয়া উচিত। এতে আমাদের মতো শিক্ষার্থীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে।’

কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়েকোবাদ বলেন, ‘অলিম্পিয়াডের মতো নানা কর্মসূচি আয়োজন করে আমরা ছাত্রদের দক্ষ হতে উৎসাহিত করছি। আমি নিশ্চিত এই আয়োজনের মাধ্যমে দক্ষিণ বাংলার ছাত্রদের গণিতের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং তারা গণিতে আরও দক্ষ হবে। এই আয়োজনে যারা জয়ী হবে তারা ঢাকায় অংশগ্রহণ করবে। দক্ষিণ বঙ্গের ছাত্ররা এখানে জয়ী হয়ে ঢাকাও জয় করবে।’

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘বরিশাল বিভাগে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অলিম্পিয়াডের আয়োজন করেছে। এ আয়োজনে ১২টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে আনন্দের উৎসব দেখা গেছে। এখান থেকে সেরা ১০ জন আগামী ৫ ডিসেম্বর ঢাকায় বুয়েটে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। সেখানে প্রথম দশজন অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে বেস্ট ফাইভ ম্যাথ অলিম্পিয়াড, যা বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবে সেরা পাঁচজন। আমি আশা করি এই অঞ্চলের মানুষের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পারব।’