রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন: গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. রেজাউল করিম, সদস্য সচিব সুজন খন্দকার, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি, মো. সোহেল রানা চৌধুরী (দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি), সমীর কান্তি বিশ্বাস (দৈনিক বাংলাদেশের আলো রাজবাড়ী জেলা প্রতিনিধি), মো. ফয়সাল আহমেদ (দৈনিক রূপালী বাংলাদেশ রাজবাড়ী জেলা প্রতিনিধি), মো. ওয়াজেদ আলী (বাংলাদেশ সমাচার), মিজানুর রহমান (দৈনিক ঘোষণা), আব্দুর রাজ্জাক (দৈনিক ভোরের দর্পণ উপজেলা প্রতিনিধি), রুহুল আমিন (দৈনিক আলোকিত প্রতিদিন বিশেষ প্রতিনিধি), মো. সোহেল রানা (আমার বার্তা রাজবাড়ী জেলা প্রতিনিধি), সুমন শেখ (দৈনিক নিরপেক্ষ রাজবাড়ী জেলা প্রতিনিধি) এবং নাজমুল হোসেন (দৈনিক প্রতিদিনের কাগজ রাজবাড়ী প্রতিনিধি)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাথী দাস বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন