প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগ করার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কিছুটা বিরক্ত। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ বলেন, ‘ড. ইউনুস পদত্যাগ করতেছে, এই খবর ভিত্তিহীন। তিনি কিছুটা বিরক্ত। যেটা একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, 'প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো।’
তিনি আরও বলেন, ‘মূলত এনসিপির নেতা ও নাগরিক পার্টির উপদেষ্টাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তিনি একথা বলেছিলেন। এর মানে এই নয় যে তিনি পদত্যাগ করতেছেন। মূলত ছাত্রদের প্রতি এটা উনার সতর্কবার্তা। আর এজন্যই যেহেতু এই সংবাদে এনসিপির ইমেজ ক্ষুন্ন হয়েছে যে, তাদের উপর স্যার বিরক্ত। পদত্যাগ করলেও দায় তাদের উপর আসবে। তাই তারা পোস্ট করে সকল রাজনৈতিক দলকে গিয়ে উনার হাতেপায়ে ধরার পরামর্শ দিচ্ছেন।’
গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, ‘এনসিপির এই সহানুভূতি কুড়ানোর পোস্ট সত্যিই হাস্যকর। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি পদত্যাগ করছেন, এটা সম্পূর্ণ গুজব। ড. ইউনূস স্যার এতো রাতে কখনোই জাগেন না। তিনি খুব আর্লি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। আমরা যখন ফেসবুকে হাহুতাশ করছি, উনি তখন ঘুমিয়ে আছেন।’
এদিকে, সকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা। এরপর একটি গণমাধ্যমকে সেই পদত্যাগের ইঙ্গিত দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পদত্যাগের কথা ভাবছেন ড. ইউনূস’।
নাহিদের এমন বক্তব্যের পর তাদেরকেই দোষারোপ করে রাশেদ খান বলেন, মূলত এনসিপির নেতা ও নাগরিক পার্টির উপদেষ্টাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তিনি একথা বলেছিলেন। এর মানে এই নয় যে তিনি পদত্যাগ করতেছেন। মূলত ছাত্রদের প্রতি এটা উনার সতর্কবার্তা। আর এজন্যই যেহেতু এই সংবাদে এনসিপির ইমেজ ক্ষুন্ন হয়েছে যে, তাদের উপর স্যার বিরক্ত। পদত্যাগ করলেও দায় তাদের উপর আসবে। তাই তারা পোস্ট করে সকল রাজনৈতিক দলকে গিয়ে উনার হাতেপায়ে ধরার পরামর্শ দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এনসিপির এই সহানুভূতি কুড়ানোর পোস্ট সত্যিই হাস্যকর। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি পদত্যাগ করছেন, এটা সম্পূর্ণ গুজব। ড. ইউনূস স্যার এতো রাতে কখনোই জাগেন না। তিনি খুব আর্লি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। আমরা যখন ফেসবুকে হাহুতাশ করছি, উনি তখন ঘুমিয়ে আছেন।’
আপনার মতামত লিখুন :