দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুলিশি অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল জব্দসহ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ মে) দুপুর সোয়া ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাসুদ রানা উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের রজব আলীর ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনার সময় মাসুদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
তিনি বলেন, মাসুদের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় সে দীর্ঘদিন থেকে চোরাপথে ফেন্সিডিল এনে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :