পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। সোমবার (১২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদানকারী পাবনা জেলার এই কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি জাতিসংঘের মিশনে সুদান, ইতালি, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি বলেন, ‘সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং এর তদন্তের মান স্টেট অফ দ্যা আর্ট পর্যায়ে পৌঁছাতে হবে।’
এছাড়া, তিনি দীর্ঘকালীন মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে জনগণের সুবিচার নিশ্চিত হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন