ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৪৪ পিএম
আটক মাহফুজুর রহমান শাওন। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা সদরে পারিবারিক বিরোধের জেরে মোরসালিন নামের ১১ বছর বয়সি এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার কাশেমপুর গ্রামের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মোরসালিন সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলে।

আটককৃতরা হলেন কাশেমপুর গ্রামের আইনজীবী সহকারী আবু সাঈদের ছেলে মাহফুজুর রহমান শাওন এবং স্ত্রী নাজমা আক্তারকে।

নিহতের বাবা নির্মাণ শ্রমিক রাজু আহমেদ জানান, তার সঙ্গে প্রতিবেশী আইনজীবী সহকারী আবু সাঈদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার ছেলে মোরসালিন গত বছর চতুর্থ শ্রেণিতে পড়াকালীন সময় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, আবু সাঈদ আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ও গ্রামের বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করেছেন।

শুক্রবার দুপুরে শাওন ও মোরসালিন একসাথে গোসলের সময় মাজেদের পুকুরে কলার ভেলায় চড়েছিল। দুপুর পৌনে একটার দিকে মোরসালিন বাড়ি যাওয়ার জন্য ভেলা থেকে নামতে চাইলে শাওন তাকে বাধা দেন। একপর্যায়ে শাওন মোরসালিনকে পানিতে ডুবিয়ে হত্যা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মাহফুজুর রহমান শাওন একজন বুদ্ধিপ্রতিবন্ধী। মাজেদের পুকুরে গোসল করার সময় কলার ভেলায় চড়ার একপর্যায়ে সে মোরসালিনকে পানিতে ডুবিয়ে হত্যা করে। ক্ষুব্ধ গ্রামবাসীর হাত থেকে শাওন ও তার মা নাজমা আক্তারকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।