পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চারটি সংগঠন।
শনিবার (১২ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুন্সীগঞ্জ জেলা শাখা।
এসময় বিক্ষোভে ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্রতিবাদী শ্লোগান দেন।
বক্তারা বলেন, সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। হত্যার ভিডিও যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। অভিযুক্ত মাহিন, রবিনসহ সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের রক্ষার সংস্কৃতি এবং বিচারহীনতার চর্চা বন্ধ না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে।
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির ও নোমান আল মাহমুদ,
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক গাজী আলিম, জেলা যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জান্নাতুল, এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামী।
আপনার মতামত লিখুন :