উল্লাপাড়া উপজেলার মাগুড়া ডাঙ্গা গ্রামের বাসিন্দারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন। তারা আকমল হোসেনের দখলদারিত্ব, নির্যাতন ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় গ্রামের পাশের পূর্ণিমাগাঁতী-উল্লাপাড়া সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের গৃহবধু আয়শা সিদ্দিকা এবং ট্রাক ড্রাইভার আব্দুল আজিজ।
তারা আকমল হোসেনের নিজস্ব বাহিনী ব্যবহার করে গ্রামের লোকজনের জমি দখল, ছোটখাটো ঘটনা নিয়ে মারপিট, দোকানপাট দখলসহ নানা অপকর্ম চালানোর অভিযোগ করেন।
বক্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পরও আকমল হোসেন আত্মগোপনে থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ কারণে মাগুড়া ডাঙ্গা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা অবিলম্বে আকমল হোসেন এবং তার বাহিনীর সদস্যদের আটক করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়ার দাবি করেন।
আকমল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আত্মগোপনে থাকায় সম্ভব হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, আকমল হোসেন আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মারপিট ও দখলদারিত্বের একাধিক মামলা দায়ের রয়েছে।
তবে গ্রামবাসী যদি আকমল হোসেনের বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন, পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন