মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:০৭ পিএম

কবরস্থানে নবজাতক রেখে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:০৭ পিএম

অভিযুক্ত ফারুক হোসেন গাজী। ছবি- রূপালী বাংলাদেশ

অভিযুক্ত ফারুক হোসেন গাজী। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে নবজাতককে রেখে যাওয়া ব্যক্তি ফারুক হোসেন গাজী (৪৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ফারুক গাজী শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি একটি বৈদ্যুতিক ফ্যানের বক্সে সদ্য ভূমিষ্ঠ মৃত নবজাতক রেখে বাস টার্মিনালের পৌর কবরস্থানে আসেন এবং গোর-খোদক শাহজাহানের কাছে দাফনের অনুরোধ জানান।

ঠিক সেই সময় আজানের আওয়াজ শোনার পর শিশুটি নড়ে ওঠে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ডিবির একটি দল তদন্ত শুরু করে। তারা বিভিন্ন ডিজিটাল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাচ্চাসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, ৫০০ টাকার বিনিময়ে তিনি নবজাতকটিকে কবরস্থানে নিয়ে যান এবং দাফনের ব্যবস্থা করেন। এ কাজে জড়িত থাকার কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!