অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হলেন উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটান পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাকিবুলকে উল্লাপাড়ায় থানায় আনার পর দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, রাকিবুল ইসলাম ২০১৮ সালে অবৈধভাবে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে আসেন। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি নানা অপকৌশলে দুর্নীতির মাধ্যমে স্কুল তহবিলের ৫ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল পরিচালনা কমিটির কাছে বিষয়টি ধরা পড়লে কমিটি থেকে সিরাজগঞ্জ সহকারী জজ আদালতে রাকিবুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়। পরিচালনা কমিটির পক্ষে কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হিসাবে তিনি মামলার বাদী হন। এরপর বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন। দীর্ঘ দিন তিনি আত্মগোপনে ছিলেন।
অবশেষে পুলিশ মঙ্গলবার রাতে রাকিবুলকে গ্রেপ্তার করে। আব্দুল মজিদ আরও জানান, পরবর্তী সময়ে তিনি দায়িত্ব নেওয়ার পরে স্কুলের হিসাব নতুন করে নিরীক্ষার পর দেখতে পান, আরও ৬ কোটি টাকা নয়-ছয় করেছেন তিনি। রাকিবুলের বিরুদ্ধে নতুন করে আবারও ৬ কোটি টাকা আত্মসাতের মামলার প্রস্তুতি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, গোপনসূত্রের খবরের ভিত্তিতে থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটান পুলিশের সহযোগিতা নিয়ে মঙ্গলবার রাতে প্রধান শিক্ষককে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে উল্লাপাড়া থানায় নিয়ে আসে। বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।