ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হাকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:২৩ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

আগামী ৬ নভেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর হাবিপ্রবির রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম বলেন, হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে গত ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হাবিপ্রবি প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, আজ সকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি জানানো হয়। অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, আগামী ৬ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করায় আন্দোলনরত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।