রাজধানীর মালিবাগ থেকে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর একটার দিকে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।