ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রামপুরায় মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানী রামপুরার মালিবাগ চৌধুরী পাড়ায় মাদ্রাসার বাথরুম থেকে মো. তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. তুষার তানভীর মালিবাগ পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুউদ্দিন দারুন ফোরকান মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করতো। বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার গোশাইপুর গ্রামে।

নিহতের বাবা তোফাজ্জল হোসেন জানান, সকালে খবর পাই আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। পরে গিয়ে ওই মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে প্লাস্টিকে রশির দিয়ে ঝুলন্ত অবস্থায় প্যানের ওপরে বসা দেখতে পাই। অচেতন অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সকালের দিকে তারা আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেও পান না। পরে বাথরুমের গ্রিলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে খবর দেয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে কিছু বুঝতে পারছি না।

তোফাজ্জল হোসেন বর্তমানে মগবাজারে বসবাস করেন। তার তিন ছেলে দুই মেয়ে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এস আই) মো. ফোয়াদ আহমেদ জানান, শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।