এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক-গিলের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিল টাইগাররা। দুই ওপেনার মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে’তে চলে আসে ৭২ রান।
পাওয়ার প্লে শেষে বল হাতে আগমন ঘটে রিশাদ হোসেনের, পরপর ওভারে উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরানোর আভাস দেয় রিশাদ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় ম্যাচ। এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক।
ভারতের হয়ে ব্যাট হাতে এদিন ওপেনিংয়ে আসে শুবমান গিল ও অভিষেক শর্মা। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে দেখেশুনে ব্যাট চালায় দুই ওপেনার।
তিন ওভারের পরই শুরু হয় ভারতের ব্যাটিং তাণ্ডব। পাওয়ার প্লে’র লাস্ট ৩ ওভারে চলে আসে ৫৫ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান। ৩২ বলে ৬০ রানে ব্যাট করছেন অভিষেক শর্মা এবং ৬ বলে ৩ রানে খেলছেন সূর্যকুমার যাদব।
বল হাতে বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন রিশাদ হোসেন।
এদিকে, পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। টি-টোয়েন্টিতে ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে এটাই বাংলাদেশ-ভারত ম্যাচের সম্পূর্ণ চিত্র নয়।
কারণ, বাংলাদেশ যে ১৬টি ম্যাচে হেরেছে, তার মধ্যে ৮০ শতাংশ ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। অনেক ‘ক্লোজ ম্যাচ’-এ হেরেছে টাইগাররা। অর্থাৎ পরিসংখ্যানের চেয়ে মাঠে দু’দলের লড়াইয়ের তীব্রতাই এখানে বড় কথা।