ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ত্রিমুকুট জয়ী কিংবদন্তিদের কাতারে উসমান দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫০ পিএম
উসমান দেম্বেলে। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা উসমান দেম্বেলে। গত সোমবার রাতে প্যারিসের ঝলমলে মঞ্চে ঘোষিত এই পুরস্কার জিতে তিনি লিখে ফেললেন অনন্য এক সাফল্যের গল্প।

এই জয়ের মধ্য দিয়ে তিনি ফুটবলের ইতিহাসে বিরল এক 'ত্রিমুকুট' অর্জনের তালিকায় নিজের নাম লেখালেন, যা তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেল।

ক্যারিয়ার-সেরা মৌসুমের স্বীকৃতি

এবারের আসরে দেম্বেলে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হন। পেছনে ফেলেন প্রতিভাবান তরুণ লামিনে ইয়ামাল ও ভিটিনহা-কে। দেম্বেলের এই অর্জন এসেছে তার ক্যারিয়ার-সেরা মৌসুমের ফল হিসেবে।

নতুন করে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকায় রূপান্তরিত হয়ে ফরাসি এই তারকা গত মৌসুমে ৩৫ গোল করেছেন, আর সেই সঙ্গে লুইস এনরিকের পিএসজিকে এনে দিয়েছেন দুর্দান্ত কোয়াড্রুপল শিরোপা জয়ের আনন্দ।

শুরুতে চোট-আঘাতে ভোগা দেম্বেলের ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু নিজের সম্ভাবনা ও প্রতিভার পূর্ণ প্রকাশ ঘটিয়ে এবার তিনি শুধু ব্যালন ডি’অর জয়ী হিসেবেই ফুটবল ইতিহাসে জায়গা করে নেননি, বরং ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড যোগ দিলেন এক বিরল কীর্তিতে।

তিনি এখন মাত্র দশজন খেলোয়াড়ের একজন, যারা ফুটবলের ‘পবিত্র ত্রয়ী’— ব্যালন ডি’অর, বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ— এই তিনটি অর্জনই করেছেন।

‘ত্রিমুকুট’ জয়ী কিংবদন্তিরা হলেন:

১. ববি চার্লটন

২. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

৩. গার্ড মুলার

৪. পাওলো রসি

৫. জিনেদিন জিদান

৬. রিভালদো

৭. রোনালদিনহো

৮. কাকা

৯. লিওনেল মেসি

১০. উসমান দেম্বেলে