সিরাজগঞ্জের তাড়াশ বাজারের রাসায়নিক সারের দোকানে সকাল থেকেই সার কেনার জন্য ভোগান্তি পোহাচ্ছেন কৃষকেরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক কৃষক চাহিদামতো সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিন ধরে তাড়াশ বাজারে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। ফলে চাষাবাদের মৌসুমে প্রয়োজনীয় সার সংগ্রহে তাদের ভোগান্তির শেষ নেই। সকাল থেকে দোকানের সামনে ভিড় জমলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।
আবার অনেকেই চাহিদার চেয়ে বেশি সার নিয়ে যাচ্ছেন—দিঘী, সদগুনা, কামারশুন, মাকড়শোনা, ধাপ তেতুলিয়া গ্রামের কৃষকরা এমন অভিযোগ করেছেন।
‘প্রার্থ এন্টারপ্রাইজ’-এর কর্তৃপক্ষ জানান, গুদাম থেকে পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ না পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন চালান এলে সংকট কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তাড়াশ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী বলেন, ‘আমরা এখন আর স্লিপ দিচ্ছি না। সব ডিলারকে দোকান খোলা রাখতে বলা হয়েছে। কৃষকরা সরাসরি দোকান থেকে সার নিতে পারবেন।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত বলেন, ‘যথেষ্ট সারের মজুদ রয়েছে। কৃষকরা যেকোনো ডিলারের কাছ থেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।’

-20251113210848.webp)

