শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক কর্মশালা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে, ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিং মিথুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো. মোশারফ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য, ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, লতিফুর রহমান রাজুসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, ‘টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী গত ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় সকল শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। বিশ্বের উন্নত দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এটি এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে।’
তিনি পরামর্শ দেন, ‘প্রতিটি পরিবারকে টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে সচেতন হতে হবে। এজন্য সবাইকে বিশুদ্ধ পানি, নিরাপদ খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহারে অভ্যস্ত হতে হবে।’
শেষে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে জনসচেতনতা সৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’