সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনাগামী প্রথম হজ ফ্লাইট আগামী বুধবার (১৫ মে) রওনা দেবে।
বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।
তিনি বলেন, এ বছর সিলেট থেকে মোট পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথম ফ্লাইটটি সরাসরি মদিনায় গেলেও বাকি চারটি ফ্লাইট সিলেট-জেদ্দা রুটে চলাচল করবে। এসব ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে নির্ধারিত হয়েছে।
চলতি বছর সিলেট থেকে মোট দুই হাজার ৮০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর বাইরে বাকি হজযাত্রীরা ঢাকা থেকে যাত্রা করবেন। সরাসরি ফ্লাইটে অংশগ্রহণকারী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে সিলেট ওসমানী বিমানবন্দরেই।
এর আগে, ২০২৪ সালের ২২ মে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট পরিচালিত হয়েছিল। সে বছরও পাঁচটি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করেছিল বাংলাদেশ বিমান।
আপনার মতামত লিখুন :