ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিলেটে সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি ৬১ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার ৪৮ ব্যাটালিয়নের বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পেঁয়াজ, বিড়ি, আপেল, জলপাই তেল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়েছে। পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি একষট্টি লাখ পাঁচ হাজার আটশত টাকা। এ সময় অবৈধভাবে চোরাচালানী পণ্য পরিবহনের অভিযোগে একজনকে আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।