টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমিক সহপাঠী রিফাতকে বিয়ের দাবিতে কবিতা (১৭) নামের এক কিশোরী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা শামীম শেখের ছেলে রিফাত ও কবিতা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। স্কুলজীবন থেকেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেয় তারা এবং গোপনে একাধিকবার সাক্ষাৎও করেন।
তবে সম্প্রতি কবিতার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নিলে প্রেমিক রিফাতকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন কবিতা। রিফাত বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় গত ৩১ জুলাই তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনরত কিশোরী কবিতা সাংবাদিকদের জানান, ‘রিফাতের সঙ্গে আমি একই স্কুলে পড়েছি। এসএসসিতে আমি প্রথমে অকৃতকার্য হলেও পরে পাশ করি। রিফাত কলেজে ভর্তি হয়। আমরা সবসময় যোগাযোগ রাখতাম। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক এখনো আছে। কিন্তু পরিবার যখন আমাকে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিতে বলে তখন আমি রিফাতকে চাপ দেই। সে আশ্বাস দিলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু রিফাতকেই চাই। আমি চাই, দুই পরিবার আমাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করুক।’
এদিকে রিফাত ও তার বাবা শামীম শেখ বাড়িতে ছিলেন না। তবে রিফাতের চাচা কদ্দুস শেখ বলেন, ‘রিফাতের বাবা ঢাকায় আছেন। তিনি এলেই গ্রামের মুরুব্বিদের সঙ্গে নিয়ে দুই পরিবারের মধ্যে বসে বিষয়টির মিমাংসা করা হবে।’
রিফাতের মা বলেন, ‘ছেলের বয়স এখনো বিয়ের উপযোগী হয়নি। ওরা ছোট মানুষ, না বুঝে সম্পর্কে জড়িয়েছে। দুই পরিবারের মুরুব্বিরা যেভাবে সিদ্ধান্ত নেবেন, আমি তাতে সম্মতি দেব।’
স্থানীয়দের দাবি, যেহেতু ছেলে-মেয়ে একই গ্রামের এবং তাদের মধ্যে পূর্বে সম্পর্ক ছিল, তাই বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধান করা উচিত। গ্রামের মুরুব্বিদের উপস্থিতিতে দুই পরিবারের সমঝোতায় বিয়ের ব্যবস্থা করার বিষয়ে মত দিয়েছেন তারা।