ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

‘আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন করছি’

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:০৩ পিএম
সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি- সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধানমন্ডি ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমি সেটার সমর্থন করছি। তবে এ ঘটনায় কোনো দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না। মামলা করা হবে।

দুপুরের সংবাদ সম্মেলনের পর বিকেলে তিনি বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেওয়ার কথাও জানান।

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের সোনার বাংলায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, জেলার বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাজের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম শনিবার রাতে এ আদেশ জারি করেন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।