প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২৯ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম হবে সিরিজ বাঁচানোর লড়াই। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ দলে শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। কম্বিনেশনের প্রয়োজনে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম।
একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া ক্যারিবীয়রা এখন নিজেদের যেন হারিয়ে খুঁজছে। সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও তাই পুরোপুরি স্বস্তি ফেরেনি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টা পরই তারা অনুশীলনে হাজির হয়েছে।
অন্যদিকে, ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ-লিটনদের অসহায় আত্মসমর্পণ এবং টপ ও মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে প্রথম ম্যাচের ধাক্কাটা বাংলাদেশের জন্য ছিল বেশ বড়। টানা চার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারের সামনে লিটনের দল।
সিরিজে টিকে থাকার এই ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। কম্বিনেশনে তিন স্পিনারের সঙ্গে দুই পেসার থাকতে পারে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে ফেরানোর সম্ভাবনা জোরালো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

