ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

লন্ডনগামী বাংলাদেশ বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:০৯ পিএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি- সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কায় একটি বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হওয়ায় লন্ডনগামী ফ্লাইটটি পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। 

ক্ষতিগ্রস্ত বিমানের পরিবর্তে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা দুপুর আড়াইটায় সিলেট থেকে যাত্রা শুরু করবে।

বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ জানান, সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট থেকে ২৬২ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডিং ব্রিজ সরানোর সময় অসাবধানতাবশত ইঞ্জিন বডির সামনের অংশে ধাক্কা লাগে, যার ফলে বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হয়।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটির পরিবর্তে আরেকটি বিমান ব্যবহারের মাধ্যমে যাত্রীরা বিকল্প ফ্লাইটে লন্ডনে পৌঁছাবেন।

ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।