পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকারের বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই। কথা বলে উত্তেজনা বজায় রাখা এখন একটি রাজনৈতিক কৌশল।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় অনৈক্য নয়, বরং মতানৈক্য রয়েছে। মতানৈক্য আলোচনা ও সংলাপের মাধ্যমে দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়। শুধু বক্তব্য ও সমালোচনার মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, যা একধরনের রাজনৈতিক কৌশল।
বক্তব্যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সাড়ে ৫০০ কোটি টাকার বদলে নদীভাঙনকবলিত মানুষের সহায়তায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। কিন্তু এত আইন, নীতিমালা ও বিধি-নিষেধ আছে যে কাজ শুরু করতেই অনেক সময় লেগে যায়। তাছাড়া পরিবেশ মন্ত্রণালয় সবসময় বাজেট সংকটে ভোগে।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো জরুরি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের জন্য জলবায়ু পরিবর্তন ফান্ডে অর্থ সংরক্ষিত আছে, তবে এ কাজটি মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।
রিজওয়ানা হাসান বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগকে প্রাধান্য দিতে এবং টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


