ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মির্জাপুরে শিশু ধর্ষণের চেষ্টায় মামলা, ১ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:৫৫ পিএম
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার অভিযুক্ত আবু সামা (৫৫), স্থানীয় গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, গত ২১ আগস্ট দুপুরে বাদীর বাড়িতে গেলে তিনি শিশুটির সঙ্গে থাকেন। কিছুক্ষণ পরে শিশুটি চিৎকার করলে মা দৌড়ে আসেন এবং অভিযুক্তকে দৌড়ে পালাতে দেখেন। শিশুটি পরে মাকে ঘটনা বলে দেয়।

আবু সামা দীর্ঘদিন চিতেশ্বরী এলাকায় জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। তার বাবার বাড়ি রংপুরে। অভিযোগের পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং এক মাস পার হলেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ জানান, থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।