ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন (৫০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলিম উদ্দিন উপজেলার মিরডাঙ্গী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কলিম উদ্দিন একাই অটোভ্যান চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তার ভ্যানের স্কেল ভেঙে একটি চাকা খুলে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :