ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের ছোবলে মোকসেদ আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি চন্দন চহট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকসেদ আলী ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে মোকসেদ আলী তার বাবার সঙ্গে মাঠে পাট কাটতে যাচ্ছিলেন। এ সময় একটি আইল দিয়ে হাঁটতে ছিলেন তিনি, হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবা-ছেলে একসঙ্গে পাট কাটতে মাঠে গিয়েছিলেন। ওই সময় মোকসেদ আলীকে বিষাক্ত সাপে ছোবল দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।’
আপনার মতামত লিখুন :