রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
দেশজুড়ে আলোচিত এই নির্বাচনের আগে ভোটারদের সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে সারজিস লেখেন, নাজিরাবাজার, স্টার কাবাব এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব সব কোরাম বা ইজম এসব কিছু আজ রাত পর্যন্ত মনে রাখবেন। কিন্তু ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটিকে ভোট দেবেন, যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে সবচেয়ে যোগ্য।
তিনি আরও বলেন, যোগ্যতা মানে শুধু কার সিজিপিএ কত কিংবা কে কতটা একাডেমিকভাবে দক্ষ, তা নয়। বিষয়টি হলো আপনি এখানে কোনো একাডেমিশিয়ান নয়, একজন লিডার নির্বাচিত করছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্ব ঠিক করে দেবেন আপনারা।
সারজিস তার পোস্টে যোগ করেন, আপনার নেতা এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ে আপোসহীন থাকবেন। সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন। কারণ, শুধু ইশতেহার দেওয়া আর দাবি বাস্তবায়ন করে আনা এ দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে।
ভোটারদের উদ্দেশে তিনি আরও লেখেন, আপনি ডাকসুতে ভোট দেওয়ার সময় যতটা ন্যায়বিচার করবেন নিজের বিবেকের কাছে, ভবিষ্যতের বাংলাদেশ থেকে আপনার জন্যও ততটা ন্যায়বিচার প্রত্যাশা করতে পারবেন। ডাকসুর জয় হোক।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন