ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশী নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ২ টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯বিজিবি) আওতাধীন বান্দরকাটা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটককৃত ওই নারী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাড়দি এলাকার মৃত মোকাদ্দেস শেখের মেয়ে নাহিদা সুলতানা (৪৩)।
এ ঘটনায় রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯বিজিবি) আওতাধীন বান্দরকাটা বিওপির নায়েক সুবেদার মো. মসিউল আলম বাদী হয়ে হালুয়াঘাট থানা একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বান্দরকাটা বিওপির বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে (মেইন পিলার ১১৩২) সীমানার নোম্যান্স ল্যান্ড দিয়ে এক নারী বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।
তাৎক্ষণিক ঘটনার সত্যতা জানতে কাছাকাছি পৌঁছালে বিজিবির উপস্থিতি দেখে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও কোন বৈধ কোন কাগজ বা পাসপোর্ট ছিল না বলে এজাহারে উল্লেখ করা হয়।
জানা যায়, আটককৃত নারী গত ৫ এপ্রিল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সীপাড়া এলাকা দিয়ে একই কায়দায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। অনুপ্রবেশের চেষ্টা কালে মুন্সীপাড়া বিওপির টহলরত বিজিবির সদস্যরা তাকে আটকে শেষে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোর্পদ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :