সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ) মতিঝিলস্থ রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক পারসুমা আলম ও মো. হারুনুর রশীদ।
এ ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস, পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজমসহ উর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আরিফুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন