পশ্চিম ত্রিপুরা জেলায় প্রকাশ্যে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় এক নারী তার স্বামীর ওপর অ্যাসিড ঢেলে দেন। আক্রান্ত ব্যক্তি শিবাজি দেববর্মা পেশায় একজন কৃষক।
তিনি বর্তমানে আগরতলার জিবিপি হাসপাতালে মুখ ও ঘাড়ে গুরুতর দগদগে আঘাত নিয়ে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাদ্রি সরকার বলেন, বুধবার শিবাজি দেববর্মা তার স্ত্রী সুমিত্রা দেববর্মাকে নিয়ে মোটরসাইকেলে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সুমিত্রা স্বামীর ওপর অ্যাসিড ঢেলে দেন। প্রচণ্ড যন্ত্রণায় শিবাজি বাইক থামিয়ে নিচে নেমে পড়েন।
তিনি বলেন, ‘কী হচ্ছে বুঝে ওঠার আগেই তিনি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। সেই মুহূর্তে সুমিত্রা আবারও তার ওপর অ্যাসিড ঢালতে চেষ্টা করে। তবে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসায় তিনি আর তা পারেননি। এরপর আহত ব্যক্তিকে দ্রুত জিবিপি হাসপাতালে নেওয়া হয়।’
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সুমিত্রা দেববর্মা দীর্ঘদিন পারিবারিক সহিংসতার শিকার ছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি স্বামীর ওপর অ্যাসিড আক্রমণ করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঘটনার পর থেকে সুমিত্রা দেববর্মা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে ওসি বলেন, ‘ভুক্তভোগী এখনো চিকিৎসাধীন থাকায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অভিযুক্ত নারীকে খুঁজে বের করার জন্য তল্লাশি চালানো হচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন