ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৩:১২ এএম
অফিসার্স ক্লাব লোগো ।। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অনৈতিক অপরাধের অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ ছয় সাবেক শীর্ষ কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা। সোমবার ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের সদস্য পদ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সদস্যরা হলেন—সাবেক সচিব এম এ কাদের, সিরাজুল হক খান, জ্যেষ্ঠ সচিব ও সাবেক পিএসসি সদস্য এস এম গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক এবং সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

সাধারণ সম্পাদক সাত্তার বলেন, ক্লাবের নিয়ম অনুযায়ী, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সদস্যপদ স্থগিত করা হয়ে থাকে।