ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:৪১ পিএম
শাহবাগে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। তীব্র গরমের মধ্যে সেখানে আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন। স্যালাইনের পাশাপাশি কিছু প্রাথমিক ওষুধও দেওয়া হচ্ছে।

চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তাদের এই ফ্রি চিকিৎসাকেন্দ্র চলমান থাকবে।